ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo জয়পুরহাটে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই স্থগিত করেছে নেসকো Logo গাইবান্ধা সদর আসনে মাঠ-ময়দানে নির্বাচনী প্রস্তুতিতে জেলা জামায়াতে ইসলামীর আমীর Logo কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত Logo টেকনাফে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মাহত আমিন গ্রেপ্তার Logo জনগণই বিএনপির শক্তি-বিএনপি নেতা ফখরুল ইসলাম Logo আগুনে পুড়ে সর্বস্ব হারানো জুয়েল মিয়ার পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি Logo জুড়ীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo স্বতন্ত্র নার্সিং প্রশাসন রক্ষার দাবিতে কুড়িগ্রামে নার্সদের মানববন্ধন অনুষ্ঠিত Logo কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে সংগ্রাম চলবেই

ভিক্ষু ড.এফ দীপংকর মহাথেরুর মৃত্যুর বিষয়টি তদন্ত করছে পুলিশ : পুলিশ সুপার

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেছেন বান্দরবানের রোয়াংছড়ি থানাধীন আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এ নিয়ে বিভিন্নভাবে সংবাদ প্রচার হচ্ছে। তবে পুলিশ বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

১৪ জুলাই (রবিবার) বিকেলে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ এসময় পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, শনিবার (১৩ জুলাই) রোয়াংছড়ি থানাধীন আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে ড.এফ দীপংকর (৫৩) মহাথের ধুতাঙ্গ ভান্তে বিহারের কুটিরে লোহার সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

রোয়াংছড়ি থানার এসআই (নিঃ)আশিকুর রহমান মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করেন। সুরতহালকালে মৃত ড. এফ দীপংকর মহাথের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া হয়নি। ঘটনার সময় কুটিরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলে বিহারের লোকজন পুলিশকে জানায়।

পুলিশ সুপার জানান, পোস্ট মর্টেম রিপোর্ট এখনো পাওয়া যায়নি, পোস্ট মর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ময়না তদন্ত শেষে রোববার (১৪ জুলাই) দুপুরে পুলিশের স্কটসহ গাড়ীযোগে মৃত ভান্তে ড.এফ দীপংকর মহাথের এর মরদেহ ধর্মীয় বিধান মোতাবেক সমাহিত করার জন্য চট্টগ্রামের ফটিকছড়ি থানার ৯নং ওয়ার্ডের ধর্মপুর ইউনিয়নে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, মৃত ভান্তে ড. এফ দীপংকর মহাথের এর এক ভাই রোয়াংছড়ি থানায় এই বিষয়ে একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিচ্ছে এবং বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিক্ষু ড.এফ দীপংকর মহাথেরুর মৃত্যুর বিষয়টি তদন্ত করছে পুলিশ : পুলিশ সুপার

আপডেট সময় :

 

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেছেন বান্দরবানের রোয়াংছড়ি থানাধীন আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এ নিয়ে বিভিন্নভাবে সংবাদ প্রচার হচ্ছে। তবে পুলিশ বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

১৪ জুলাই (রবিবার) বিকেলে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ এসময় পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, শনিবার (১৩ জুলাই) রোয়াংছড়ি থানাধীন আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে ড.এফ দীপংকর (৫৩) মহাথের ধুতাঙ্গ ভান্তে বিহারের কুটিরে লোহার সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

রোয়াংছড়ি থানার এসআই (নিঃ)আশিকুর রহমান মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করেন। সুরতহালকালে মৃত ড. এফ দীপংকর মহাথের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া হয়নি। ঘটনার সময় কুটিরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলে বিহারের লোকজন পুলিশকে জানায়।

পুলিশ সুপার জানান, পোস্ট মর্টেম রিপোর্ট এখনো পাওয়া যায়নি, পোস্ট মর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ময়না তদন্ত শেষে রোববার (১৪ জুলাই) দুপুরে পুলিশের স্কটসহ গাড়ীযোগে মৃত ভান্তে ড.এফ দীপংকর মহাথের এর মরদেহ ধর্মীয় বিধান মোতাবেক সমাহিত করার জন্য চট্টগ্রামের ফটিকছড়ি থানার ৯নং ওয়ার্ডের ধর্মপুর ইউনিয়নে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, মৃত ভান্তে ড. এফ দীপংকর মহাথের এর এক ভাই রোয়াংছড়ি থানায় এই বিষয়ে একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিচ্ছে এবং বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করেছে।