ভেদরগঞ্জ ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা
- আপডেট সময় : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
গত ২০ জানুয়ারি সোমবার ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক, সরকারী এম,এ,রেজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, ভেদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আহম্মেদ সেলিম, আবুল হাসেম ঢালী, সভাপতি ভেদরগঞ্জ উপজেলা বিএনপি, মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক ভেদরগঞ্জ উপজেলা বিএনপি, মোঃ আসলাম হোসাইন, সাবেক সভাপতি ভেদরগঞ্জ উপজেলা যুবদল।
সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।