ভেদরগঞ্জ পৌর প্রশাসকের উদ্যোগে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৪:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
শরীয়তপুরের, ভেদরগঞ্জ পৌর প্রশাসনের উদ্যোগে ২১ টি সরকারি ও বেসরকারি ও স্কুল কলেজ ও মাদ্রাসায় খেলাধুলায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১জুলাই ) ভেদরগঞ্জ পৌরসভার হলরুমে এই ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়।
শিক্ষা নিয়ে গড়বো দেশ,এই আমাদের বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধকরনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের হাতে এসব সামগ্রী (৫০টি করে গাছের চারা, ২টি করে ফুটবল, ক্রীকেট ব্যাট-বল) তুলে দেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মাদ মোজাহেরুল হক, প্রশাসক, ভেদরগঞ্জ পৌরসভা,শরীয়তপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পারভেজ হাসান ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ,এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।