ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo ‘দুর্গা পূজায় সৌজন্যে ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন’ Logo চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ভারতীয় নাগরিক রামদেবকে স্বাদেশে প্রত্যাবাসন Logo নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর Logo বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত Logo শিবগঞ্জের দ্বিতীয় দফায় ভাঙ্গনের কবলে পদ্মা পাড়ের মানুষ, ফেলা হচ্ছে জিও ব্যাগ Logo কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের সাথে ভোরের পাখি সংগঠনের স্বাস্থ্য সেবা চুক্তি Logo জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি Logo ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীদের নবীন বরন Logo জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন

ময়মনসিংহে টিচার্স ট্রেনিং কলেজের প্রধান সহকারীর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষক-শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে কলেজটির অধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই অভিজ্ঞ, কর্মঠ ও শিক্ষার্থীবান্ধব কর্মচারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে হঠাৎ বদলির আদেশ দেওয়া হয়েছে। তাঁরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর আন্তরিকতা ও কর্মস্পৃহা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কাছে সমাদৃত। এ অবস্থায় তাঁর বদলি প্রতিষ্ঠানের জন্য এক প্রকার ক্ষতি ডেকে আনবে।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, হঠাৎ বদলি হওয়ায় অফিস কার্যক্রম ও শিক্ষাব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। বক্তারা অভিযোগ করেন, ময়মনসিংহ অঞ্চলের কিছু অনৈতিক অর্থ সুবিধাভোগী কর্মচারী ও মাউশি অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের যোগসাজশে এসব বদলি প্রক্রিয়া হয়ে থাকে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শেখ মোহাম্মদ সুরুজ জামানকে পুনরায় বহাল না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে টিচার্স ট্রেনিং কলেজের বন্ধ রেখে অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
বদলির বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো: জয়নুল আবেদীন খান বলেন, কি কারণে সুরুজ জামানকে বদলি করা হয়েছে তা আমার জানা নেই। সুরুজ জামান একজন সৎ, কর্মঠ কর্মচারী, তাকে বদলির আদেশ হওয়ায় আমরা সকলেই মর্মাহত। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং বদলির আদেশ প্রত্যাহারে জোর সুপারিশ করবো।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজটির সহকারী অধ্যাপক মো: জামিল হোসাইন, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুম, সহকারী অধ্যাপক কামরুন নাহার, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আব্দুল আলিম, শিক্ষার্থী আবিদ আইমান, অলিদ আহমেদ মনির, তৌকির তরফদার, ফাহমিদা আনিস শাহসহ প্রমূখ।
প্রসঙ্গত, গত ১৪ই আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে গৌরীপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহে টিচার্স ট্রেনিং কলেজের প্রধান সহকারীর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় :

ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষক-শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে কলেজটির অধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই অভিজ্ঞ, কর্মঠ ও শিক্ষার্থীবান্ধব কর্মচারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে হঠাৎ বদলির আদেশ দেওয়া হয়েছে। তাঁরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর আন্তরিকতা ও কর্মস্পৃহা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কাছে সমাদৃত। এ অবস্থায় তাঁর বদলি প্রতিষ্ঠানের জন্য এক প্রকার ক্ষতি ডেকে আনবে।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, হঠাৎ বদলি হওয়ায় অফিস কার্যক্রম ও শিক্ষাব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। বক্তারা অভিযোগ করেন, ময়মনসিংহ অঞ্চলের কিছু অনৈতিক অর্থ সুবিধাভোগী কর্মচারী ও মাউশি অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের যোগসাজশে এসব বদলি প্রক্রিয়া হয়ে থাকে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শেখ মোহাম্মদ সুরুজ জামানকে পুনরায় বহাল না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে টিচার্স ট্রেনিং কলেজের বন্ধ রেখে অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
বদলির বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো: জয়নুল আবেদীন খান বলেন, কি কারণে সুরুজ জামানকে বদলি করা হয়েছে তা আমার জানা নেই। সুরুজ জামান একজন সৎ, কর্মঠ কর্মচারী, তাকে বদলির আদেশ হওয়ায় আমরা সকলেই মর্মাহত। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং বদলির আদেশ প্রত্যাহারে জোর সুপারিশ করবো।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজটির সহকারী অধ্যাপক মো: জামিল হোসাইন, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুম, সহকারী অধ্যাপক কামরুন নাহার, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আব্দুল আলিম, শিক্ষার্থী আবিদ আইমান, অলিদ আহমেদ মনির, তৌকির তরফদার, ফাহমিদা আনিস শাহসহ প্রমূখ।
প্রসঙ্গত, গত ১৪ই আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে গৌরীপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে বদলি করা হয়।