ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ নারী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেশী-বিদেশী অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) কোতোয়ালি থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো: আশরাফুর রহমান।

তিনি বলেন, রবিবার গভীর রাতে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের ভেতরে এক নৈশ্যপ্রহরীর কক্ষে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

ডিআইজি জানান, নগরীর মাসকান্দা এলাকায় পুলিশের চেক পোস্ট পরিচালনা কালে একটি মোটরসাইকেলে ৩ আরোহী পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ফেলে পাশের মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে। এতে পুলিশের সন্দেহ হলে পুলিশ মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রে অভিযান চালিয়ে দেশী-বিদেশী অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। এসময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার স্ত্রী ফারজানা শান্তা (২২)কে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম খান জানান, অভিযুক্ত হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীমুল ইসলাম (ক্রাইম), ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন এসময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ নারী গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেশী-বিদেশী অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) কোতোয়ালি থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো: আশরাফুর রহমান।

তিনি বলেন, রবিবার গভীর রাতে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের ভেতরে এক নৈশ্যপ্রহরীর কক্ষে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

ডিআইজি জানান, নগরীর মাসকান্দা এলাকায় পুলিশের চেক পোস্ট পরিচালনা কালে একটি মোটরসাইকেলে ৩ আরোহী পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ফেলে পাশের মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে। এতে পুলিশের সন্দেহ হলে পুলিশ মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রে অভিযান চালিয়ে দেশী-বিদেশী অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। এসময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার স্ত্রী ফারজানা শান্তা (২২)কে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম খান জানান, অভিযুক্ত হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীমুল ইসলাম (ক্রাইম), ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন এসময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।