মহাদেবপুরে ইউপি মেম্বারদের পদ বাতিল না করার দাবি
- আপডেট সময় : ১২:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে ইউপি মেম্বারদের পদ বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন শেষে থানা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন ইউপি সদস্যরা। বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে কর্সূচি পালন করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচিত ১২০ জন মেম্বার এতে অংশ নেন।
দুপুর ১২টায় উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্ত্বর থেকে ইউপি মেম্বারদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাইহান আলম (সদর), মাবুদ আলী (সদর), হোসেন আলী (সফাপুর), শাহীন আলম (রাইগাঁ), আঙ্গুর বেগম (হাতুড়), শেফালী আকতার (এনায়েতপুর) প্রমুখ।
বক্তারা বলেন, আমরা গ্রাম আদালতের সদস্য হয়ে বিচার কার্য পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করি। নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ, বিভিন্ন প্রকারের প্রত্যয়ন প্রদানে শনাক্তকারি হিসেবে মুখ্য ভূমিকা পালন করি। আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগীতা করি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বভাতা, দারিদ্র বিমোচনে সরকারের গৃহীত নানা কর্মসূচি প্রত্যক্ষভাবে সহযোগীতার মাধ্যমে বিতরণ করি।
এলাকার রাস্তাঘাট সংস্কারে সরকারি অর্থে গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়ন করি। কৃষি কাজে সরকারি ভর্তুকি প্রদানের সময় প্রকৃত কৃষকের তালিকা প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করি। মানবপাচার রোধে সহযোগীতা প্রদান করি। আমরা মাদকদ্রব্যের ব্যবহার বন্ধে বিশেষ ভূমিকা পালন করি।’
তারা বলেন, আমরা গত ২০২১ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত প্রত্যক্ষ ভোটে মেম্বার নির্বাচিত হই। এলাকার মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে আমাদেরকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন। আমরা ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণ করি। আমাদের দায়িত্বকাল আরও দুই বছর পাঁচ মাস বাকি আছে। এমতাবস্থায় পরিবর্তীত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদেরকে বাতিল করার কথা শোনা যাচ্ছে।
ইউপি মেম্বারদেরকে বাতিল করা হলে জনগণ সেবা প্রাপ্তির বিষয়ে ব্যাপকভাবে সমস্যার সম্মুখিন হবেন। আমরা দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করিনি। দলীয় প্রভাবমুক্ত থেকে সরাসরি জনগণের সেবা করে থাকি। আমাদের যেন দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া না হয়।’
পরে এসব দাবি সম্বলিত সকল ইউপি সদস্যের পক্ষে রাইগাঁ ইউপি সদস্য আনিছুর রহমান স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান কাছে হস্তান্তর করা হয়।