মহাদেবপুরে কষ্টিপাথরের মূর্তিসহ চারজন আটক-৪

- আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরের সফাপুর ইউপির হামিদপুর গ্রাম থেকে কষ্টিপাথর বিষ্ণুমূর্তিসহ ৪ জনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে গৌতম চন্দ্র মন্ডল (৪৫), আশিক ইসলাম (৩৯), রুবেল হোসেন (৩৪) এবং দেলোয়ার হোসেন (৩৩) কে আটক করে। আজ (৩ সেপ্টেম্বর) বুধবার দুপুরে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
আটককৃতরা হলো, উপজেলার হামিদপুর গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে গৌতম চন্দ্র মন্ডল, ভালাইন গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. আশিক ইসলাম, একই গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন ও মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার হোসেন।
র্যাব জানায়, কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো তারা। এ বিষ্ণুমূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের নিকট থেকে কষ্টিপাথর বিষ্ণুমূর্তি উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানান, আটককৃত আসামিদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে মহাদেবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।