ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo জাকসুতে ৪০ ঘণ্টার নাটকীয়তা Logo কাশিয়ানীতে যুবকের মরদেহ উদ্ধার Logo মহেশখালীতে হত্যা চেষ্টা ও ডাকাতির প্রস্তুতি মামলার ৭ আসামি গ্রেপ্তার Logo ইসলামপুরে মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সালথা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক সাইফুল Logo কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo রুপগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড Logo বাগেরহাটে বিআরটিসি গাড়ির অবৈধ কাউন্টার ও মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন Logo জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত Logo বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বড়াইগ্রাম শাখা অফিস শুভ উদ্বোধন

মহেশখালীতে হত্যা চেষ্টা ও ডাকাতির প্রস্তুতি মামলার ৭ আসামি গ্রেপ্তার

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
  • আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইমজোন খ্যাত মহেশখালীতে দিনেদুপুরে খুন,ডাকাতি সহ ভয়ানক অপরাধ বৃদ্ধি পেয়েছিল আশংকা জনক হারে।জনমনে বিরাজ করে আসছিল চাপা আতঙ্ক। কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন মহেশখালীর অপরাধীদের গ্রেপ্তার করে জনমনে স্বস্তি ফিরিয়ে দিতে কঠোর নির্দেশনা দেন মহেশখালী থানায় দায়িত্বে নিয়োজিত অফিসার ইনচার্জ (ওসি) কে।জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধীদের ধরতে মহেশখালীর কালামার ছড়ার অপরাধীদের অভয়ারণ্য গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালায় মহেশখালী থানার পুলিশ প্রশাসন। গত শুক্রবার মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউপিস্থ গহিন পাহাড়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মহেশখালী থানার মামলা নম্বর- ২০, তারিখ: ১২ সেপ্টেম্বর, ২০২৫,ধারা: 399/402/307/186/ 332/333/353 The Penal Code, 1860; এর এজাহারনামীয় আসামী ১) হাবিব(২৯), পিতা-আলী আজগর, সাং-উত্তর নলবিলা, আকবর হাজী পাড়া, ০২নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি, ২) জসিম উদ্দিন (৩২), পিতা-মৃত আকতার হোসেন, সাং-উত্তর নলবিলা, মাঝের পাড়া, ০২নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি ৩) ইকবাল ফারুক (৩৯), পিতা-উকিল আহমদ, সাং-আফজলিয়া পাড়া, উত্তর নলবিলা, ০২নং ওয়ার্ড, কালামারছড়া ইউপি ৪) মোঃ শাহিন (২৩), পিতা-বাবুল করিম, মাতা-শাহানা বেগম, সাং-সিকদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি ৫) মোঃ আকাশ(২৩), পিতা-নুরুল আবছার, সাং-সিকদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি, ৬) মোঃ আজিজ(২৩),পিতা-মোহাম্মদ সৈয়দ, সাং- মগডেইল, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি ৭) কালা মিয়া (২৩), পিতা-আব্দুস সালাম, সাং-মগডেইল, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি, সর্ব থানা- মহেশখালী, জেলা -কক্সবাজার’দের কে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মহেশখালির অপরাধীদের বিরুদ্ধে আরো অভিযান জোরদার করা হবে।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহেশখালীতে হত্যা চেষ্টা ও ডাকাতির প্রস্তুতি মামলার ৭ আসামি গ্রেপ্তার

আপডেট সময় :

ক্রাইমজোন খ্যাত মহেশখালীতে দিনেদুপুরে খুন,ডাকাতি সহ ভয়ানক অপরাধ বৃদ্ধি পেয়েছিল আশংকা জনক হারে।জনমনে বিরাজ করে আসছিল চাপা আতঙ্ক। কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন মহেশখালীর অপরাধীদের গ্রেপ্তার করে জনমনে স্বস্তি ফিরিয়ে দিতে কঠোর নির্দেশনা দেন মহেশখালী থানায় দায়িত্বে নিয়োজিত অফিসার ইনচার্জ (ওসি) কে।জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধীদের ধরতে মহেশখালীর কালামার ছড়ার অপরাধীদের অভয়ারণ্য গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালায় মহেশখালী থানার পুলিশ প্রশাসন। গত শুক্রবার মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউপিস্থ গহিন পাহাড়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মহেশখালী থানার মামলা নম্বর- ২০, তারিখ: ১২ সেপ্টেম্বর, ২০২৫,ধারা: 399/402/307/186/ 332/333/353 The Penal Code, 1860; এর এজাহারনামীয় আসামী ১) হাবিব(২৯), পিতা-আলী আজগর, সাং-উত্তর নলবিলা, আকবর হাজী পাড়া, ০২নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি, ২) জসিম উদ্দিন (৩২), পিতা-মৃত আকতার হোসেন, সাং-উত্তর নলবিলা, মাঝের পাড়া, ০২নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি ৩) ইকবাল ফারুক (৩৯), পিতা-উকিল আহমদ, সাং-আফজলিয়া পাড়া, উত্তর নলবিলা, ০২নং ওয়ার্ড, কালামারছড়া ইউপি ৪) মোঃ শাহিন (২৩), পিতা-বাবুল করিম, মাতা-শাহানা বেগম, সাং-সিকদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি ৫) মোঃ আকাশ(২৩), পিতা-নুরুল আবছার, সাং-সিকদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি, ৬) মোঃ আজিজ(২৩),পিতা-মোহাম্মদ সৈয়দ, সাং- মগডেইল, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি ৭) কালা মিয়া (২৩), পিতা-আব্দুস সালাম, সাং-মগডেইল, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি, সর্ব থানা- মহেশখালী, জেলা -কক্সবাজার’দের কে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মহেশখালির অপরাধীদের বিরুদ্ধে আরো অভিযান জোরদার করা হবে।।