মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

- আপডেট সময় : ৮১ বার পড়া হয়েছে
মঞ্চে একে একে ডাক পড়ছে মেধাবী শিক্ষার্থীদের নাম। করতালির গর্জনে মুখরিত হচ্ছে কনফারেন্স রুম। কারো হাতে ক্রেস্ট, কারো হাতে সম্মাননা স্মারক আর সেই মুহূর্তে অভিভাবকদের চোখে আনন্দাশ্রু। আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুম যেন পরিণত হয়েছিল এক উৎসবের অঙ্গনে।
আয়োজন করেছিল মাগুরা জেলা ছাত্র অধিকার পরিষদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুন্সি হাসিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং বিশেষ আলোচক ছিলেন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম ইউসুফ। অতিথিদের মধ্যে আরও ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুক্তিযোদ্ধা ও জাতীয় স্বার্থ বিষয়ক সম্পাদক মোঃ ইমদাদুল হক।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন তোমরাই এই দেশের আগামী দিনের নেতৃত্ব। তোমাদের মেধা, শ্রম আর সততাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। জীবনের প্রতিটি পদক্ষেপে দেশপ্রেম আর আদর্শকে ধারণ করতে হবে।
অনুষ্ঠান ঘিরে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের মানুষ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা অধিকার পরিষদের সভাপতি বরকত আলী,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,যুব অধিকার মাগুরা জেলা পরিষদের সভাপতি ওবায়দুল্লাহ বিন হাফিজার,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম সোয়াত।
অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকরাও শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ ভাগাভাগি করতে যোগ দেন। মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম কামরুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন কণ্ঠে বলেন
এই শিক্ষার্থীরাই আগামী দিনের নির্ভীক সৈনিক। নৈতিকতা, জ্ঞান আর সাহসিকতা দিয়ে তারা জাতিকে আলোকিত করবে।
সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের হাসিমুখ, অভিভাবকদের গর্বিত দৃষ্টি আর অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে রূপ দেয় এক স্মরণীয় দিনে।