মানব ঢল পেরিয়ে আখাউড়া অভিমুখে এগিয়ে যাচ্ছে লংমার্চ
- আপডেট সময় : ১২:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
ঢাকা-সিলেটে মহাসড়কের মোড়ে মোড়ে মানব ঢল। তারা ভারতের আগ্রাসর ও অপপ্রচারের বিরুদ্ধে আখউড়া অভিমুখে লংমার্চকে স্বাগত জানাচ্ছে। বিভিন্ন ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড ও মিছিলে স্লোগানে লংমার্চকে স্বাগত জানিয়েছেন ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ঢল পেরিয়ে এগিয়ে যাচ্ছে লংমার্চ।
এর আগে বুধবার (১১ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চে উদ্বোধন করা হয়। এরপর সাড়ে ৯ টায় এটি নারায়ণগঞ্জে প্রবেশ করে।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে নেতাকর্মীরা আগেই জড়ো হয়েছিলেন লংমার্চকে স্বাগত জানাতে। সাইনবোর্ড থেকে চিটাগাং রোড হয়ে কাঁচপুরেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
এ সময় গাড়ি থেকে হাত মাইকে নেতাকর্মীদের কথা বলে উৎসাহ দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।
এরপর তারাব বিশ্বরোড হয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া পার হয় লংমার্চ। সকাল সাড়ে ১০ টায় রূপগঞ্জ পার হওয়ার সময় প্রতিটি মোড়ে মোড়ে হাজারো নেতাকর্মী লংমার্চকে স্বাগত জানান।
সকাল ১১ টার দিকে লংমার্চ আড়াইহাজার উপজেলায় অতিক্রম করে। সেখান থেকে পাঁচরুখীতে নেতাকর্মীদের সমাগম অতিক্রম করে নারায়ণগঞ্জ পার হয় লংমার্চটি।
এরপর নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে (সীমান্তে) সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি শেষ হবে।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি পালন করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।