মানিকগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ঢালাইয়ের কাজ
- আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ সদর উপজেলা আটিগ্রাম ইউনিয়নের ফারির চর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়ার পুত্র আমজাদ হোসেন মানিকগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন যার মামলা নাম্বার ৪৩৩ (মানিক )২৫।
২৩ শে জুলাই ২০২৫ ইং রোজ গত বুধবার দুপুর ২ টায় ফারির চর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের পুত্র আমজাদ হোসেনের পরিবার আদালতে মামলা করিলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করেন।
নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত অফিসার এ এস আই উজ্জল বিবাদী মোঃ আবুল কাশেম ( ৫৫) আব্দুল বাতেন ৫০) আলতাফ হোসেন (৪৮) এবং আনোয়ারা সর্ব পিতা আব্দুর রশিদ গ্রাম ফারির চর, পোস্ট: আটিগ্রাম জেলা ও থানা মানিকগঞ্জ। তদন্ত অফিসার ঘটনাস্থলে গেলে একপর্যায়ে বিবাদী পক্ষের লোকজন বাদীপক্ষকে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
বীর পুত্র আমজাদ হোসেন বলেন আমার পিতা বীর মুক্তিযোদ্ধা তিনি মারা গেলে সরকার থেকে বিনিবাস দেওয়া হয়।পার্শ্ববর্তী বিবাদী মোঃ আবুল কাশেম আমার পিতার বীর নিবাস জমির সাথে জোরপূর্বক বিবাদীরা পাকা বাড়ি না করার জন্য অনুরোধ করলে তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ভয়ভীতি সহ গালাগালি করেন। আমি নিরুপায় হইয়া সরকারের নিকট শরণাপন্ন হয়েছি।
বীর পুত্র আমজাদ হোসেন বলেন আমি নিরুপায় হয়ে আইনের সহযোগিতা চাইলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করেন।কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ঢালাই করে যাচ্ছেন মামলার বিবাদী পক্ষরা।এ বিষয়ে মানিকগঞ্জ সদরথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আমানউল্লাহ কে একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেন নি।

















