ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকার গঠনের পর এটিই সরকার প্রধানের প্রথম বিদেশ সফর। তিনি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন।

শেখ হাসিনা ১৬ ফেব্রুয়ারি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণ করবেন এবং ক্লাইমেট ফাইন্যান্স সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে প্রধানমন্ত্রী যোগ দেওয়ার বিষয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

চলতি বছর বিশ্বের ৬০টি দেশের সরকার প্রধান এ কনফারেন্সে অংশগ্রহণ করতে যাচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রভাবশালী দেশ জার্মানি। সেই সাথে একক দেশ হিসাবে জার্মানি বিশ্বে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ইউরোপের সবচেয়ে বৃহত্তম রফতানি বাজার আমাদের। এছাড়াও বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জার্মানি।

রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় জার্মানি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং মানবিক সহযোগিতা করে যাচ্ছে। এমতাবস্থায়, এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় নেতৃবৃন্দের পাশাপাশি জার্মান নেতাদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে তার। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি সকালে দেশে ফেরার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৬০তম আসরে অংশ নেবেন। আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন। তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

এর আগেও ২০১৭ ও ২০১৯ সালে মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এটি হবে তার তৃতীয় অংশগ্রহণ। আর নতুন সরকার গঠনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকার গঠনের পর এটিই সরকার প্রধানের প্রথম বিদেশ সফর। তিনি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন।

শেখ হাসিনা ১৬ ফেব্রুয়ারি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণ করবেন এবং ক্লাইমেট ফাইন্যান্স সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে প্রধানমন্ত্রী যোগ দেওয়ার বিষয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

চলতি বছর বিশ্বের ৬০টি দেশের সরকার প্রধান এ কনফারেন্সে অংশগ্রহণ করতে যাচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রভাবশালী দেশ জার্মানি। সেই সাথে একক দেশ হিসাবে জার্মানি বিশ্বে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ইউরোপের সবচেয়ে বৃহত্তম রফতানি বাজার আমাদের। এছাড়াও বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জার্মানি।

রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় জার্মানি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং মানবিক সহযোগিতা করে যাচ্ছে। এমতাবস্থায়, এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় নেতৃবৃন্দের পাশাপাশি জার্মান নেতাদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে তার। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি সকালে দেশে ফেরার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৬০তম আসরে অংশ নেবেন। আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন। তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

এর আগেও ২০১৭ ও ২০১৯ সালে মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এটি হবে তার তৃতীয় অংশগ্রহণ। আর নতুন সরকার গঠনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।