মিয়ানমার থেকে আনা সাড়ে ১০ কেজি সোনা উদ্ধার, দুই রোহিঙ্গা আটক

- আপডেট সময় : ০৪:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে
দিনে দিনে কক্সবাজারে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা মারাত্মক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। খুন, ডাকাতি, মানবপাচার, অপহরণ এবং চোরাচালান ইত্যাদি অপরাধে রোহিঙ্গাদের জড়িয়ে পড়া বিষয়টি আশঙ্কাজনক।
তাদের অপরাধের ধারাবাহিকতায় কক্সবাজার টেকনাফ পৌরসভায় সাড়ে ১০ কেজি স্বর্ণসহ ২ পাচারকারী রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ১১ কোটি ৭৫ লাখ টাকা।
আটককৃতরা হচ্ছে, মিয়ানমারের মংডু সুদাপাড়ার হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার আনোয়ার (৩০)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত জাইনিয়েছে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, টেকনাফ পৌরসভার অলিয়াবাদের বাসিন্দা প্রবাসী আবদুল হকের বাড়িতে মিয়ানমার আনা স্বর্ণের বড় চালান মজুত করে রাখে। খবর পেয়ে বিজিবির একটি দল সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১ কোটি টাকা। এ সময় পালানোর চেষ্টাকালে ওই দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।