সংবাদ শিরোনাম ::   
                            
                            মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যারকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
 
																
								
							
                                
                              							  রুবেল মাদবর, মুন্সীগঞ্জ প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ৭২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নৈয়দিঘির পাথর এলাকার ধাড়ালো বটি দিয়ে কুপিয়ে স্ত্রী  মিতু বেগমের  হত্যার  ঘটনার আসামি সুমন মিয়াসহ লিংকন ও আকাশ, রমজানের  ফাঁসির  দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন সহ  এলাকাবাসী।
বৃহস্পতিবার  ১১টার থেকে দুপুর ১২ টা পর্যন্ত  মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি এসব কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় নিহতের -সন্তানসহ কয়েক সহস্রধিক এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন  নিহত মিতুর বাবা মোঃ মন্টু মিয়া, নিতহের মা আকলিমা বেগম, নিহতের  বড় মেয়ের মারজানা (১২) ছোট মেয়ে মারজিয়া (৯) ছেলে আবিদ হোসেন (৭) সেন্টু মিয়া  মোঃ মাসুদ, মোঃ শহিদুল, মোঃ খরসো নোমানসহ আরো অনেকেই।
 উল্লেখ্য গত সোমবার দুবাগত রাত দুইটার দিকে পরিবারক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রী মিতু বেগমকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যার করে পুলিশের কাছে তার আত্মসমর্পণ করে স্বামী সুমন মিয়া। সেই ঘটনার সুষ্ঠ বিচার ও আসামীর সর্বচ্ছো শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানিয়ে আজ মানববন্ধন ও বিক্ষোভ করে নিহত মিতু বেগমের স্বজন ও এলাকাবাসী।
 
																			


















