মুন্সীগঞ্জের গণসংযোগ, ভোটাদের মাঝে উৎসবের আমেজ
- আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। মুন্সীগঞ্জের জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ। তবে এর মধ্যে মাঠ দাফিয়ে বেড়াচ্ছেন বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। প্রতিনিয়ত কে কার থেকে এগিয়ে যাবে কে হবে ভোটারদের প্রিয় সেই প্রতিযোগিতা চলছে।
তারই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সীঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ও পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর থেকে রিকাবী বাজার বটতলা পর্যন্ত সহস্রাধিক নেতাকর্মী নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে নিজের পক্ষে দোয়া ও প্রচারণা চালিয়েছেন জেলা বিএনপি’র সদস্য ও সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ মোশারফ হোসেন পুস্তি।
এসময় আরো উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার আরাফাত নগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোখলেসুর রহমান, আকবর হাজী, মিরকাদিম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিজু আহমেদ, যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন,খোশরু রোমান সহ দলটির বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তার প্রচার প্রচারণাকে কেন্দ্র করে উৎসবের আমেজ সৃষ্টি হয়। নেতাকর্মীদের হাতে ধানের শীষ নিয়ে প্রচার প্রচারণা করতে দেখা যায়। এছাড়াও সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি এমন দাবিও করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই প্রার্থী। তবে মনোনয়ন দৌড়ে আরো একাধিক প্রার্থী রয়েছেন যারা নিজের অবস্থান জানান দিতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


















