মৃত বেড়ে ৪৫:নেইলী রোডের বাতাসে পোড়া গন্ধ
- আপডেট সময় : ১০:১৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৩৩৬ বার পড়া হয়েছে
শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দিয়ে এমন দাবি তার
বেইলী রোডের বাতাসে পোড়া গন্ধ। একের পর এক সারিবদ্ধ মরদেহ। চারিদিকে উৎসুক জনতা ভীড়। স্বজন হারানোদের চিৎকার। সব মিলিয়ে বেইলী রোডের বাতাস ভারী হয়ে ওঠে।
সর্বশেষ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫জনে। এদের মধ্যে একই পরিবারের ৫জন। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যু কথা জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে দগ্ধ আরও একজন মারা যাবার খবর পাওয়া গেছে। শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন মারা যান। ১৮ জনের অবস্থা আশঙ্কা জনক। তাদের অধিকাংশের শ্বাসনালী পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলে ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তর লাল সেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের এ ঘটনায় দগ্ধ হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আরও ২২ জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে ভয়াবহ আগুনের সূত্রপাত বৃহস্পতিবার রাত প্রায় ১০টায়। বহুতল ভবনটির নিচে থাকা চায়ের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শী যুবক রিফাত। শুক্রবার (১ মার্চ) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দিয়ে এমন দাবি তার।