ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

মৃদু তাপপ্রবাহ কমতে পারে আজ থেকে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ওপর মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। বেশ কিছুদিন ধরে সারাদেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গতকাল শনিবার দেশের ২৫ জেলাজুড়ে তাপপ্রবাহ ছিল। এ বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে কিছুটা আশার কথা জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ফলে ঢাকাসহ চারটি জেলা ও পাঁচটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
গতকাল সকাল ৯টা থেকে আগামী ১৮ জুন পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। শনিবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুরের ডিমলায়। এছাড়া বান্দরবানে সর্বনিম্ন ২৪.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গতকাল তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রবিবার থেকে পরের চার দিন তা সামান্য কমতে পারে। এছাড়া ১৮ জুন পর্যন্ত দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৃদু তাপপ্রবাহ কমতে পারে আজ থেকে

আপডেট সময় :

দেশের ওপর মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। বেশ কিছুদিন ধরে সারাদেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গতকাল শনিবার দেশের ২৫ জেলাজুড়ে তাপপ্রবাহ ছিল। এ বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে কিছুটা আশার কথা জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ফলে ঢাকাসহ চারটি জেলা ও পাঁচটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
গতকাল সকাল ৯টা থেকে আগামী ১৮ জুন পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। শনিবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুরের ডিমলায়। এছাড়া বান্দরবানে সর্বনিম্ন ২৪.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গতকাল তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রবিবার থেকে পরের চার দিন তা সামান্য কমতে পারে। এছাড়া ১৮ জুন পর্যন্ত দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা আছে।