সংবাদ শিরোনাম ::
মেলান্দহে বালুর ইজারাদার মাটি খুঁড়ে নষ্ট করছে চাষের জমি
জামালপুর প্রতিনিধি
- আপডেট সময় : ৬৭ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহ উপজেলার ১১ নং শ্যামপুর ইউনিয়নের নয়ানগর বালু ঘাটের ইজারাদার বালু তোলা শেষে স্হানীয় কৃষকদের চাষের জমিতে মাটি কেটে গর্তে পরিনত করে বিক্রি করে যাচ্ছে , এতে কৃষকের কৃষিজমি অনাবাদি হয়ে যাচ্ছে – এব্যপারে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে এলাকা সূত্রে জানাযায় । সরেজমিনে জানতে গেলে – স্হানীয় লোকজন জানায় – ইজারাদার বালুর ইজারা নিয়ে বালু তোলা শেষ হলেও প্রভাবশালী ইজারাদার ফসলের জমি গর্ত করে মাটি তুলে দিন-রাত বিক্রি করে যাচ্ছে – এতে আমরা কৃষি জমি হারাচ্ছি । এর প্রতিকারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা ।
















