সংবাদ শিরোনাম ::
মোল্লাহাটে ব্যাপ্টিষ্ট’র উদ্যোগে জারিগান ও পথ নাটক অনুষ্ঠিত

মোল্লাহাট প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
ব্যাপ্টিষ্ট এইড বিবিসি এফ মোল্লাহাট শিশু যুব ও সমাজ উন্নয়ন প্রকল্পের আয়োজনে বাল্যবিবাহ, শিশু শ্রম ও মাদক বিরোধী ক্যাম্পেইন পথ নাটক ও জারিগান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৫এপ্রিল) বিকালে উপজেলার কোদালিয়া হাটে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত ক্যাম্পেইনে বিষয় ভিত্তিক পথ নাটক এবং জারিগান পরিবেশন করেন শিশু-কিশোর যুব সংগঠনের শিল্পী বৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের অধিকার সুপারভাইজার, ভিডিএফ সভানেত্রী পুস্পলতা খান, এ্যাভোকেসী কমিটির সদস্য নির্মল পোদ্দার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ, ব্যাপ্টিষ্টের কর্মকর্তা ও মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।