মৌলভীবাজারে খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজকল্যাণ সংস্থা খাদ্য সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে আর্ত মানবতার সেবায় নিয়োজিত “খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজকল্যাণ সংস্থা”, সিংকাপন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারী বিকালে।
খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজকল্যাণ সংস্থা‘র প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ ইনাম এর সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক মো: আব্দুল মোমিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, মনুকন্ঠ সম্পাদক ও প্রকাশক মো: জাকির হোসেন, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার প্রমুখ। খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজকল্যাণ সংস্থা‘র প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন প্রবাসী মোহাম্মদ ইনাম বলেন- খাদ্য সামগ্রী, রিকসা বিতরণ ও বসবাসের জন্য ঘরসহ বিভিন্ন ভাবে মানুষের কষ্ট লাঘবে শুরু থেকেই এ সংগঠন কাজ করছে। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন।