‘যতই নাশকতা করুক নির্বাচন কেউ বানচাল করতে পারবে না’
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি ঈদ গাঁ মাঠে গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেটের সিজন-১’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ও সংসদীয় আসন ঢাকা-২ এর বিএনপি মনোনিত প্রার্থী আমান উল্লাহ আমান।
এ সময় তিনি আরো বলেন, ২০০৮ সালের পর দেশে কোন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ২০২৬ এর ফেব্রুয়ারিতে যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ঢাকা-২ আসন গড়ে তোলার পাশাপাশি একটি মডেল সিটি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি ধানের শীষকে বিজয়ী করতে ঘরে ঘরে যেয়ে নেতা-কর্মীদের ধানের শীষে ভোট চাওয়ার কথা বলেন।
ঢাকা জেলা যুবদল নেতা রাকিব হাসানের সঞ্চালনায় টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসানের সভাপতিত্বে এসময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইফরান ইবনে আমান, হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ বিএনপির স্হানীয় নেতা-কর্মী ও ক্রীড়ামোদী হাজারো দর্শক।
শিরোপা নির্ধারনী টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কালু বেপারী একাদশ বনাম আরাফ এন্টারপ্রাইজ একাদশ এর মাঝে খেলা অনুষ্ঠিত হয়। দু’দলের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই শেষে কালু বেপারী একাদশ ১/০ গোলে বিজয়ী হয়।
পরে প্রধান অতিথি আমান উল্লাহ আমান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।



















