সংবাদ শিরোনাম ::
যানজটের পুরানো চেহারায় ফিরেছে ঢাকা
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ১২:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
যানজটের পুরানো চেহারায় ফিরেছে ঢাকা। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকেই বিভিন্ন স্থানে প্রচন্ড যানজট সৃষ্টি হয়।
ঈদের সপ্তাহ পর আজ বৃহস্পতিবার ঢাকা ছিলো পুরানো চেহারায়। শুক্র-শনিবার দুই দিন সরকারি ছুটি। রোববার (৩০জুন) থেকে প্রকট যানজটের নগরীতে পরিণত হবে ঢাকা।
গত ১৭ জুন উদযাপিত হয় ঈদুল আযাহা। ঈদে সরকারি নির্ধারিত ছুটি ছিলো ১৬-১৮ জুন। কিন্তু পুরো এক সপ্তাহ ঢাকা ছিলো প্রায় ফাঁকা। সরকারি ছুটির দুদিন পর অর্থাৎ ২১-২২ শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি।
এসব মিলিয়ে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছেড়ে যায়। ঈদ শেষে শুক্র-শনিবার ঢাকা ছেড়ে মানুষ ফিরে আসবে। আগামী রোববার (১ জুলাই) থেকে রাজধানী ঢাকা ফিরবে যাবে পুরানো চেহারায়।
নিত্যসঙ্গী যানজট-জনজট, কর্মঘন্টা নষ্ট থেকে শুরু করে সুবিধা-অসুবিধা নিয়ে বসবাস করবেন লাখো মানুষ। হাজারো সমস্যার মধ্যে থেমে থাকবে মানুষের পথ চলা।