যুক্তরাষ্ট্রে ঘরে ঢুকে পুলিশের গুলি, বাংলাদেশি তরুণ নিহত
- আপডেট সময় : ১২:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে উইং রোজারিওর (১৯) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুরে ওজন পার্কের নিজ বাসায় ঢুকে পুলিশ গুলি করে বলে মায়ের অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, বুধবার দুপুরে উইং রোজারিওর ফোন কল পেয়ে বাসায় যান তারা। বাসায় পৌঁছে তাকে কাঁচি হাতে দেখতে পায় পুলিশ। এসময় কাঁচি নিয়ে তেড়ে আসলে রোজারিওর ওপর গুলি চালায় তারা।
পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। তবে, নিহতের বাবা ফ্রান্সিস রোজারিওর অভিযোগ, মানসিক ভারসাম্যহীন জেনেও তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, ছয় মাস আগেও উইং রোজারিওকে মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
২০১৪ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উইংয়ের পরিবার।