রক্ষণাবেক্ষণে ২ মার্চ সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহতর শঙ্কা
- আপডেট সময় : ০৭:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে
রক্ষণাবেক্ষণের জন্য ২ মার্চ (শনিবার) সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত হবার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের জন্য আংশিকভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে এই আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি বলছে, ২ মার্চ ইন্টরনেট সেবা ব্যাহত হতে পারে। এ দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘন্টা দেশজুড়ে সবধরনের ইন্টারনেট সেবা আংশিক ব্যাহত হবে।
কক্সবাজার থেকে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত সাবমেরিন কমিউনিকেশন ক্যাবল সিস্টেম সি-মি-উই-৪ এর সিঙ্গাপুর অংশের সার্কিট এ সময় আংশিকভাবে বন্ধ থাকলেও কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ চালু থাকবে।
বর্তমানে মোট ব্যান্ডউইথ ব্যবহার দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার জিবিপিএসে। যার মধ্যে ২ হাজার ৭০০ জিবিপিএ আসে আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল লাইসেন্সধারীদের মাধ্যমে।
বাকি প্রায় ২ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সরবরাহ করে সংশ্লিষ্ট কোম্পানি।