ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

রাজনগরে গ্রামবাসীকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার
  • আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনগরে ১নং ফতেপুর ইউনিয়নের সোনালোহা গ্রামে একটি হত্যা মামলার স্বাক্ষীসহ এলাকার লোকজনকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে আলতা-লিপি সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে। তুচ্ছ ঘটনায় মারধর, মামলা বাণিজ্য, সামাজিকভাবে সম্মানহানিসহ একাধিক অভিযোগ উল্লেখ করে ক্ষুব্ধু গ্রামবাসী জানান- বিগত ১৬/০৭/২০১৪ইং সকাল অনুমান ৮ ঘটিকার দিকে কুশিয়ারা বাঁধের রাস্তার উপর সোনালোহা গ্রামের লুদি মিয়া (৪২)-কে প্রকাশ্য কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত লুদি মিয়ার স্ত্রী হলি বেগম রাজনগর থানায় বাদী হয়ে আনোয়ার হোসেন (২২), আলতা মিয়া (৬০), লিপি বেগম (১৮), নুরেছা বেগম (৫৫)-কে আসামী করে মামলা (মামলা নং-২২, তারিখ :১৬/০৭/২০১৪ইং) দায়ের করেন। উক্ত ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিত স্বাক্ষীদের মামলায় স্বাক্ষী প্রদান করায় ক্ষিপ্ত হয়ে আপন ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা মামলার অন্যতম ৪নং আসামী আলতা মিয়ার স্ত্রী মোছা: নুরেছা বিবি (৫৫) বাদী হয়ে একই গ্রামের আব্দুল মুতালিব (৩৫), আব্দুস সালাম (৩২), আলি মিয়া (৩০), তোফায়েল মিযা (২৬), ওয়েছ মিয়া (৩২)-কে আসামী করে মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আমলী আদালতে একটি সাঁজানো মামলা (মামলা নং- সি,আর- ২৫৯/২৫ইং (রাজ) দায়ের করেন। একই ভাবে আলতা মিয়ার কন্যা হত্যা মামলার ৩নং আসামী লিপি বেগম বাদী হয়ে রাজনগর থানায় একই গ্রামের রাজু মিয়া (২৮), খালিছ মিয়া (৫৫), সাজনা বেগম (৪৫), আলকাছ মিয়া (৬০), আনছার মিয়া (৪০)-কে পৃথক আসামী করে মামলা (মামলা নং- ০৪, তারিখ : ১৬/১২/২৪ইং) দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় এলাকার গন্যমান্য লোকজন জানান- আলতা-লিপি একটি সিন্ডিকেট চক্র। তাদের মূল কাজ হলো মামলা দিয়ে হয়রানী ও মামলার ভয় দেখিয়ে অবৈধ ভাবে ফায়দা হাসিল করা। তাদের এসব কু-কর্মের কারণে এলাকার পঞ্চায়েতের গন্যমান্য ব্যক্তিবর্গ সামিলে এক সালিশ-বৈঠকে আলতা-লিপি সিন্ডিকেট-কে অঙ্গীকারনামার মাধ্যমে বিগত ২২/০৬/২০২৫ইং দশ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে ঘটনার পুন:রাবৃত্তি হবে না মর্মে লিখিত অঙ্গিকার নামা প্রদান করেন। কিন্তু, তাদের এসব-কু-কর্ম আজও থামেনি। আলতা-লিপি সিন্ডিকেট চক্রের কারণে গ্রামবাসী নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে জানতে চাইলে আলতা মিয়া সকল অভিযোগ অস্বীকার করে বলেন- আব্দুস ছালাম-এর সাথে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ। এর পর থেকে উনারা ঐক্যবদ্ধভাবে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনগরে গ্রামবাসীকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী

আপডেট সময় :

রাজনগরে ১নং ফতেপুর ইউনিয়নের সোনালোহা গ্রামে একটি হত্যা মামলার স্বাক্ষীসহ এলাকার লোকজনকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে আলতা-লিপি সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে। তুচ্ছ ঘটনায় মারধর, মামলা বাণিজ্য, সামাজিকভাবে সম্মানহানিসহ একাধিক অভিযোগ উল্লেখ করে ক্ষুব্ধু গ্রামবাসী জানান- বিগত ১৬/০৭/২০১৪ইং সকাল অনুমান ৮ ঘটিকার দিকে কুশিয়ারা বাঁধের রাস্তার উপর সোনালোহা গ্রামের লুদি মিয়া (৪২)-কে প্রকাশ্য কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত লুদি মিয়ার স্ত্রী হলি বেগম রাজনগর থানায় বাদী হয়ে আনোয়ার হোসেন (২২), আলতা মিয়া (৬০), লিপি বেগম (১৮), নুরেছা বেগম (৫৫)-কে আসামী করে মামলা (মামলা নং-২২, তারিখ :১৬/০৭/২০১৪ইং) দায়ের করেন। উক্ত ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিত স্বাক্ষীদের মামলায় স্বাক্ষী প্রদান করায় ক্ষিপ্ত হয়ে আপন ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা মামলার অন্যতম ৪নং আসামী আলতা মিয়ার স্ত্রী মোছা: নুরেছা বিবি (৫৫) বাদী হয়ে একই গ্রামের আব্দুল মুতালিব (৩৫), আব্দুস সালাম (৩২), আলি মিয়া (৩০), তোফায়েল মিযা (২৬), ওয়েছ মিয়া (৩২)-কে আসামী করে মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আমলী আদালতে একটি সাঁজানো মামলা (মামলা নং- সি,আর- ২৫৯/২৫ইং (রাজ) দায়ের করেন। একই ভাবে আলতা মিয়ার কন্যা হত্যা মামলার ৩নং আসামী লিপি বেগম বাদী হয়ে রাজনগর থানায় একই গ্রামের রাজু মিয়া (২৮), খালিছ মিয়া (৫৫), সাজনা বেগম (৪৫), আলকাছ মিয়া (৬০), আনছার মিয়া (৪০)-কে পৃথক আসামী করে মামলা (মামলা নং- ০৪, তারিখ : ১৬/১২/২৪ইং) দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় এলাকার গন্যমান্য লোকজন জানান- আলতা-লিপি একটি সিন্ডিকেট চক্র। তাদের মূল কাজ হলো মামলা দিয়ে হয়রানী ও মামলার ভয় দেখিয়ে অবৈধ ভাবে ফায়দা হাসিল করা। তাদের এসব কু-কর্মের কারণে এলাকার পঞ্চায়েতের গন্যমান্য ব্যক্তিবর্গ সামিলে এক সালিশ-বৈঠকে আলতা-লিপি সিন্ডিকেট-কে অঙ্গীকারনামার মাধ্যমে বিগত ২২/০৬/২০২৫ইং দশ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে ঘটনার পুন:রাবৃত্তি হবে না মর্মে লিখিত অঙ্গিকার নামা প্রদান করেন। কিন্তু, তাদের এসব-কু-কর্ম আজও থামেনি। আলতা-লিপি সিন্ডিকেট চক্রের কারণে গ্রামবাসী নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে জানতে চাইলে আলতা মিয়া সকল অভিযোগ অস্বীকার করে বলেন- আব্দুস ছালাম-এর সাথে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ। এর পর থেকে উনারা ঐক্যবদ্ধভাবে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করে আসছেন।