রাজবাড়ী-পাবনা নৌরুটে এক মাস ধরে ফেরী চলাচল বন্ধ

- আপডেট সময় : ৬৭ বার পড়া হয়েছে
রাজবাড়ী ধাওয়াপাড়া- পাবনা নাজিরগঞ্জ নৌরুটে মাত্র দুটি ফেরি দিয়ে যানবাহনন ও যাত্রীরা চলাচল করে থাকে। কিন্তু গত এক মাসেরও বেশি সময় ধরে পানিবৃদ্ধির সাথে স্রোতের তীব্রতায় ও ঘূর্ণনের ফলে চলাচলরত দুটি ফেরির মধ্যে করবী নামে একটি ফেরি বন্ধ রয়েছে।সচল ক্যামেলিয়া নামে অপর ফেরিটি দিয়ে দিনে চার বার আপ ডাউন যাতায়াত করতে হচ্ছে।এতে এ নৌরুটের যানবাহন ও যাত্রী পারাপার ব্যাহত হচ্ছে।সঠিক ভাবে ও সময়মত পারাপার না হতে পারায় যাত্রীরা ট্রলার ও স্পীড বোটে বেশি ভাড়া দিয়ে পার হতে হচ্ছে।
গত এক মাসেরও বেশি সময় এ পথের যাত্রীরা একটি ফেরি দিয়ে যাতায়াত করার কারনে তাদের দুর্ভোগ বাড়ছে।একদিকে বেশি অর্থ খরচ অন্য দিকে সময় মত গন্তব্যে পৌছাতে বিলম্ব হচ্ছে যাত্রী চালকদের। যাত্রী ও চালকেরা বলেন, গুরুত্বপূর্ণ রাজবাড়ীর ধাওয়াপাড়া থেকে পাবনার নাজিরগঞ্জ যাতায়াতে মাত্র একটি ফেরি চলাচল করছে। স্রোতের কারনে আরো একটি ফেরি বন্ধ থাকায় সঠিক সময়ে পারাপার সম্ভব হচ্ছেনা।ফেরি বন্ধের কারনে ৬০ টাকার ভাড়া স্পীডবোটে ১২০ টাকা ও ট্রলারে ১০০ টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তাই এ নৌরুটে ফেরি বাড়ানোর অনুরোধ জানান তারা।
ধাওয়াপাড়া বিআইডব্লিউটিএ’র ঘাট পন্টুন সাড়েং মো. আক্তার হোসেন জানান, স্রোতের কারনে দুটি ফেরির মধ্যে ক্যামেলিয়া ফেরিটি সচল রয়েছে।অন্যদিকে করবী ফেরিটি এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। তবে স্রোত কমলে ফেরিটি সচল হবে বলে জানান তিনি।