রাজবাড়ীতে পুলিশ সুপারের মতবিনিময়
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার বিপিএম মো. মনজুর মোরশেদ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকরা জানান, রাজবাড়ী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ আসন্ন জাতীয় নির্বাচনে বিভিন্ন সমস্যা রয়েছে।আসন্ন জাতীয় নির্বাচনের আগে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার রোধ করা, জেলার শহরের বিভিন্ন অংশ সহ দৌলতদিয়ায় মাদকের ব্যবহার,মাদকের রমরমা বিক্রি বন্ধ ও যুব সমাজ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পরছে। অনৈতিক কর্মকান্ডগুলো বন্ধ করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন,একই সাথে স্কুল কলেজ ছুটির সময় ও সন্ধার সময় স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের অবাধে আড্ডা বন্ধ করা। শহরের রাস্তাগুলো ব্যাটারী চালিত রিক্সাগুলো চলাচলের কারনে জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।ইজিবাইক চলাচল রোধ ও ফুটপাত দখল মুক্ত করে জনসাধারনের দুর্ভোগ তৈরী করছে।এ সমস্যা গুলো রোধ করতে দাবী জানান সাংবাদিকরা।
রাজবাড়ী পুলিশ সুপার বিপিএম (সেবা) মো. মনজুর মোরশেদ জানান,তিনি নতুন হিসেবে রাজবাড়ীতে এসেছেন।জেলায় বিভিন্ন সমস্যা রয়েছে।এ সমস্যা গুলো নিরসনে কাজ করবেন তিনি।তবে সমস্যা নিরসনে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন। জেলায়, মাদকের অবাধ ব্যবহার,অবৈধ অস্ত্র উদ্ধার, ফুটপাত দখল, স্কুল কলেজের আশে পাশে কিশোরদের অবাধ চলাচল বন্ধ, ইভটিজিং ও অনৈতিক চলাচল রোধ করতে কাজ করবেন। সব মিলিয়ে তিনি সুন্দর একটি রাজবাড়ীর জন্য সবাইকে নিয়ে কাজ করবেন বলেন জানান।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ তাপশ কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সহিদুল হক সহ জেলা পুলিশ বিভিন্ন থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















