সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জীবনতরীর ঈদ উপহার পেল ২০০ অসহায় মানুষ

রাজশাহী ব্যুরো
- আপডেট সময় : ৪১১ বার পড়া হয়েছে
রাজশাহীতে ২০০ পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জীবনতরী সমাজকল্যাণ সংস্থার। রবিবার (৭ এপ্রিল) সংগঠনের প্রধান কার্যালয়ে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, গুড়া দুধ ও ১ টি করে শাড়ি তুলে দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি। আমন্ত্রিত অতিথি ছিলেন রাসিকের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন।
এসময় কাউন্সিলর মনিরুজ্জামান মনি বলেন, প্রধানমন্ত্রী হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসাবে জীবনতরী সামাজিক সেবামূলক সংগঠনটি দরিদ্রমোচনে কাজ করে যাচ্ছে।