রামগতি পৌরসভার বাজেট ঘোষণা

- আপডেট সময় : ০২:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৯ বার পড়া হয়েছে
ললক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১৭ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। গত সোমবার দুপুরে পৌর সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ বাজেট উপস্থাপনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা এবং পৌর প্রশাসক সৈয়দ আমজাদ হোসেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নগর সমন্বয় কমিটি’র বাজেট শীর্ষক সভায় এ বাজেট উপস্থাপন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহি কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী মাসুদ রেজা, সহকারি প্রকৌশলী রিফাত জাহান ভুঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বদরুল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বন কর্মকর্তা আবদুল বাচেত, জনস্বাস্থ্য প্রকৌশলী তানভীরুল ইসলামসহ, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সরকারি কাউন্সিলর, টিএলসিসি প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, আগামী অর্থ বছরের বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৭ কোটি ২৩লক্ষ ৫৪হাজার ১৯৩টাকা। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৬কোটি টাকা কম। অন্যদিকে নতুন অর্থবছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৫লক্ষ ৩হাজার ৭৪২টাকা। উদ্বৃত্ত এ বাজেটে ব্যয়ের তুলনায় আয় ৬৮লক্ষ ৫০হাজার ৪৫০টাকা বেশি দেখানো হয়েছে। তিনি আরো বলেন, রাজনৈতিক মেয়র না থাকায় সরকারি বাজেটের ছায়া ধরে অন্যান্য অর্থ বছরের তুলনায় এবার আয়-ব্যয়ের খাত সংকোচন করে বাজেট পেশ করা হয়েছে। আমরা আশা করি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ভবিষ্যত জনপ্রতিনিধি এবং পৌর নাগরিকদের সচেতনতা ও সহযোগিতায় এ বাজেট বাস্তবায়নে সফল হব। তিনি বলেন, আগামী অর্থবছরে পৌর নাগরিক সেবার কোন মূল্য বৃদ্ধি পাবে না। পক্ষান্তরে এ বাজেটে জনবান্ধব বিষয়গুলোতে বরাদ্ধ বাড়ানো হয়েছে।