সংবাদ শিরোনাম ::
রামুতে ভিক্ষুর আত্মহত্যার অভিযোগ
কক্সবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ৮১ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু উপজেলায় গতকাল রোববার একজন ভিক্ষু বৌদ্ধ বিহারের শয়নকক্ষে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন বলে সূত্রে জানা গেছে।
ভিক্ষু কিমা ছারা (২২) রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার দাপুয়া গ্রামের মং শিং প্রু মারমা ও অং মারমার সন্তান।
রামুর শ্রী কুল পুরাতন বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু হিসাবে দক্ষতার সাথে কর্তব্যে নিয়োজিত ছিলেন।
এ ঘটনায় রামু বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
















