ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

লগি-বৈঠার নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৮ অক্টোবর ২০০৬ সালের আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের স্বাধীনতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম সরকার মঞ্জু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি এসএম সাজ্জাদ হোসাইন আমুশ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান আলী, উপজেলা যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি ইব্রাহিম আলি সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার আঘাতে ৬ জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতা-কর্মী নিহত হয়েছিল। তারা খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
হত্যাকাণ্ডের মূলহোতা হিসেবে শেখ হাসিনাকে উল্লেখ করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারিক কার্যক্রমের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এর আগে, বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লগি-বৈঠার নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় :

২৮ অক্টোবর ২০০৬ সালের আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের স্বাধীনতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম সরকার মঞ্জু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি এসএম সাজ্জাদ হোসাইন আমুশ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান আলী, উপজেলা যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি ইব্রাহিম আলি সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার আঘাতে ৬ জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতা-কর্মী নিহত হয়েছিল। তারা খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
হত্যাকাণ্ডের মূলহোতা হিসেবে শেখ হাসিনাকে উল্লেখ করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারিক কার্যক্রমের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এর আগে, বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।