ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo মুন্সীগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা Logo গাইবান্ধা-৫ আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ মোত্তাকিম Logo গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে বিশ্বনাথে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের উদ্বোধন Logo পলাশবাড়ীতে সুবিধাভোগীদের মাঝে ভিডাব্লিউবির চাল বিতরণ Logo সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক Logo মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযান, তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo নকলা কৃষি অফিসারের উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কলম বিরতি Logo শ্রীবরদীতে আদিবাসীর অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ Logo ফেনী-২ আসনের বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত

লন্ডনে ড. ইউনুস-তারেক বৈঠক ১৩ জুন

হালিম মোহাম্মদ
  • আপডেট সময় : ৩৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোচনা হচ্ছে রিফর্ম, ট্রায়াল ও ইলেকশন

আগামী শুক্রবার ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। লন্ডনের স্থানীয় একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৯ জুন গতকাল সোমবার দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএনপির নেতারা জানান, তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচনইস্যু। স্থায়ী কমিটি থেকে এ সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বৈঠকে ড. ইউনুসের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা হতে পারে। সে তিনটি বিষয় হচ্ছে, রিফর্ম, ট্রায়াল ও ইলেকশন।
অপরদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি নেতা তারেক রহমানের বৈঠকের আলোচনা এখন দেশের তৃর্ণমুল পর্যায়ের সকলের মুখে মুখে। সকলের দৃষ্টি এখন তাদের দিকে। ওই গুরুত্বপূর্ন বৈঠকের মুল আলোচনা কি হতে পারে। এবিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হলে দেশের জন্য পজিটিভ মেসেজ। এটা তো চিন্তার কিছু নেই। এ বিষয়টি সেখানে গেলে তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আর যদি বৈঠক হয়, তা হলে তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সে তিনটি বিষয় হচ্ছে, রিফর্ম, ট্রায়াল ও ইলেকশন।
এদিকে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
৪ জুন গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সফরসূচির বিষয়ে জানান প্রেস সচিব শফিকুল আলম। সূচি অনুযায়ী, লন্ডন সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ ছাড়াও রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব জানান, ইতোমধ্যে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এছাড়া সফরকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে। সেই সঙ্গে আলোচনায় আসবে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়টিও। চার দিনের এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডনে ড. ইউনুস-তারেক বৈঠক ১৩ জুন

আপডেট সময় :

আলোচনা হচ্ছে রিফর্ম, ট্রায়াল ও ইলেকশন

আগামী শুক্রবার ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। লন্ডনের স্থানীয় একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৯ জুন গতকাল সোমবার দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএনপির নেতারা জানান, তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচনইস্যু। স্থায়ী কমিটি থেকে এ সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বৈঠকে ড. ইউনুসের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা হতে পারে। সে তিনটি বিষয় হচ্ছে, রিফর্ম, ট্রায়াল ও ইলেকশন।
অপরদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি নেতা তারেক রহমানের বৈঠকের আলোচনা এখন দেশের তৃর্ণমুল পর্যায়ের সকলের মুখে মুখে। সকলের দৃষ্টি এখন তাদের দিকে। ওই গুরুত্বপূর্ন বৈঠকের মুল আলোচনা কি হতে পারে। এবিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হলে দেশের জন্য পজিটিভ মেসেজ। এটা তো চিন্তার কিছু নেই। এ বিষয়টি সেখানে গেলে তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আর যদি বৈঠক হয়, তা হলে তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সে তিনটি বিষয় হচ্ছে, রিফর্ম, ট্রায়াল ও ইলেকশন।
এদিকে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
৪ জুন গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সফরসূচির বিষয়ে জানান প্রেস সচিব শফিকুল আলম। সূচি অনুযায়ী, লন্ডন সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ ছাড়াও রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব জানান, ইতোমধ্যে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এছাড়া সফরকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে। সেই সঙ্গে আলোচনায় আসবে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়টিও। চার দিনের এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।