লালমনিরহাটে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত
- আপডেট সময় : ২৭৬ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে আবুল কালাম ডাকু (২৪) নামের এক বাংলাদেশি মারা গিয়েছে।
শ্রীরামপুর ইউনিয়নের ৮৪৮ নং আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৯নং সাব পিলারের পাশে ভারতীয় অংশে, বিএসএফ ১৬৯ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর টহল দলের গুলিতে শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে পাটগ্রাম হাসপাতালে সে মারা যায়।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ডাকুসহ কয়েকজন গরু আনতে ভারতে যায়। এ সময় বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সামনে পড়লে গুলি ছোড়ে এতে ডাকু গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী কাম্পের নায়েব সুবেদার নুরুল আমিন বলেন, বিএসএফ গুলিতে আবুল কালাম ডাকু নামে একজন যুবক নিহতের ঘটনা শুনেছেন।
















