সংবাদ শিরোনাম ::
শপথ নিলেন নতুন চার উপদেষ্টা
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ০৪:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নিলেন নতুন চার উপদেষ্টা। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল চারটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অপর উপদেষ্টা ছাড়াও তিনবাহিনীর প্রধান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরসহ বিশিষ্ট জনরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এনিয়ে উপদেষ্টা পরিষদের সংখ্যা হলো ২১জন।
নবনিযুক্ত উপদেষ্টাদের মধ্যে রয়েছেন, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, আলী ঈমাম মজুমদার, সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অর্ন্তর্বতী সরকার গঠিত হয়। এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ১৭। নতুন চারজন নিয়ে সদস্য সংখ্যা হবে ২১।