শরীয়তপুরে গণমুক্তির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৩:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ভেদরগঞ্জে দৈনিক গনমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক গণমুক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সফির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মোজাহেরুল হক, সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, ভেদরগঞ্জ থানা বিএনপির সভাপতি হাজি আবুল হাশেম ঢালী, ভেদরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বি এম মোস্তাফিজ, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি পারভেজ আহমেদ সেলিম, ভেদরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, দৈনিক হুংকার পত্রিকার বার্তা সম্পাদক এম হারুনু অর রশিদসহ ভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ।