সংবাদ শিরোনাম ::
শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার
শার্শা (যশোর) প্রতিনিধি
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।
এর আগে শনিবার রাত ১০ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী এলাকার বেতনা নদীর পাড়ের একটি ঝোপ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
ওসি আব্দুল আলিম জানান, ওই এলাকার এক কৃষক তার বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে লাল কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বস্তু দেখতে পায়। এরপর তিনি শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেল তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


















