শার্শায় পেট্রোল পাম্প দখলের অভিযোগ, সেই বিএনপি নেতাকে অব্যাহতি
- আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্প দখলের অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।
গতকাল সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দখলদারিত্বের অভিযোগে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এখন থেকে তার সাথে দলের কোন পর্যায়ের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।
কারো ব্যক্তিগত অপরাধ বা অপকর্মের দায়ভার বিএনপি কখনো নেয় না। ব্যক্তির অপকর্মকে দলীয় সঙ্গে সম্পৃক্ত করে প্রচার করার চেষ্টা আসলে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপিতে কোনো অপরাধীর স্থান নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

















