শেরপুরে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার, আটক ৪
- আপডেট সময় : ০৭:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে
শেরপুরে আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবনের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক শেরপুর পৌর শহরের মধ্য নওহাটা (জেলখানা মোড়) এলাকার সাইদুর রহমান সুজন মাষ্টারের ছেলে।
জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ইউপি চেয়ারম্যান মো.আব্দুর রউফ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেন নামের ৪ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার সুত্রের খবর, আব্দুল হালিম জীবন প্রায় ১৬ বছর আগে ডিভি লটারির মাধ্যমে নাগরিকত্ব পেয়ে আমেরিকা গমন করেন। পরে বিয়ে করে তার স্ত্রীকেও আমেরিকায় নিয়ে যায়। গত প্রায় দুই বছর আগে শেরপুরে এসে আর ফিরে যাননি।
সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।