শেরপুরে নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
বগুড়া শেরপুরে নেশার টাকা না পেয়ে এক নাতি তার দাদাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতের পরিচয় : বগুড়া জেলার শেরপুর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত নবীর উদ্দিন এর ছেলে সাবান আলী (৭০)। নিহতের আপন নাতী মোঃ আবু সাইদের ছেলে মোঃ সোহেল রানা (২২) মাথায় আঘাত করে ।
স্থানীয় সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত নাতি মোঃ সোহেল রানা (২২), সে একজন মানসিক প্রতিবন্ধী, প্রতিদিন নেশার টাকার জন্য দাদার কাছে চাপ দিতেন। রবিবার সকালে টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত নাতিকে আটক করেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”



















