ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫

শেরপুরে র‌্যাবের অভিযানে কুড়িগ্রাম থেকে অপহৃত কিশোরী উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ০২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম জেলার রৌমারী থানার একটি অপহরণ মামলায় ভিকটিমকে শেরপুর সদর থানা এলাকা থেকে উদ্ধার এবং মামলার মূল হোতা এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প।গ্রেফতারকৃত আসামী মোঃ সালমান হোসেন (২২) কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুবলাবাড়ী গ্রামের মোঃ শাহাদত হোসেনের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের মা রৌমারী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন,গত ৯ জুন ২০২৫ তারিখে তিনি ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে তার সন্তানদের নিয়ে বোনের বাড়ি কুড়িগ্রামের রৌমারী এলাকায় বেড়াতে যান। সেখানে স্থানীয় মো. সালমান হোসেন (২২) ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি প্রস্তাবে রাজি না হলে সালমান তার বাবা শাহাদত হোসেন (৫৫)-এর মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন। ভিকটিমের মা তাতেও রাজি না হওয়ায় ১৭ জুন দুপুরে কিশোরীটি খালার বাড়ি থেকে বাইরে বের হলে সালমানসহ বিবাদীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-১১,তারিখ ১৮/০৬/২০২৫) রৌমারী থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে।এরই প্রেক্ষিতে ২৮ জুন ২০২৫ রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটে র‌্যাবের আভিযানিক দল শেরপুর জেলার সদর থানার বাজিতখিলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মো.সালমান হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে র‌্যাবের অভিযানে কুড়িগ্রাম থেকে অপহৃত কিশোরী উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

কুড়িগ্রাম জেলার রৌমারী থানার একটি অপহরণ মামলায় ভিকটিমকে শেরপুর সদর থানা এলাকা থেকে উদ্ধার এবং মামলার মূল হোতা এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প।গ্রেফতারকৃত আসামী মোঃ সালমান হোসেন (২২) কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুবলাবাড়ী গ্রামের মোঃ শাহাদত হোসেনের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের মা রৌমারী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন,গত ৯ জুন ২০২৫ তারিখে তিনি ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে তার সন্তানদের নিয়ে বোনের বাড়ি কুড়িগ্রামের রৌমারী এলাকায় বেড়াতে যান। সেখানে স্থানীয় মো. সালমান হোসেন (২২) ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি প্রস্তাবে রাজি না হলে সালমান তার বাবা শাহাদত হোসেন (৫৫)-এর মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন। ভিকটিমের মা তাতেও রাজি না হওয়ায় ১৭ জুন দুপুরে কিশোরীটি খালার বাড়ি থেকে বাইরে বের হলে সালমানসহ বিবাদীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-১১,তারিখ ১৮/০৬/২০২৫) রৌমারী থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে।এরই প্রেক্ষিতে ২৮ জুন ২০২৫ রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটে র‌্যাবের আভিযানিক দল শেরপুর জেলার সদর থানার বাজিতখিলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মো.সালমান হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।