শেরপুরের নতুন ইউএনও হিসেবে এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ নিয়োগ
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানা যায়।
তিনি বর্তমান ইউএনও মো. মনজুরুল আলমের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী রোববার এর মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এর আগে এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বগুড়া জেলার গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) মেরিন সেফটি বিভাগে স্পেশাল অফিসার হিসেবে বদলি হয়েছিলেন।
৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করা এই কর্মকর্তা ২০২৪ সালের ২০ অক্টোবর গাবতলী ইউএনও অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন দায়িত্বে তিনি শেরপুর উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন বলে জানা গেছে।


















