শ্যামল সিলেটর বার্তা সম্পদক আবুল মোহাম্মদ মৃত্যুতে প্রেসক্লাবের শোক
- আপডেট সময় : ১১৩ বার পড়া হয়েছে
সাংবাদিক অঙ্গনের এক উজ্জল নক্ষত্র চলে গেলেন না ফেরার দেশে। সিলেট জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক শ্যামল সিলেট-এর বার্তা সম্পদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’র নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার সকালে এক বার্তায় নেতৃবৃন্দ জানান, সাংবাদিক আবুল মোহাম্মদ সিলেটের সাংবাদিকতায় শুধু উজ্বল নক্ষত্র ছিলেন না ছিলেন প্রগতিশীল সাংবাদিকতার অগ্রদূত। তার চলে যাওয়ার সিলেটের সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হয়েছে। তার শূণ্যতা কোনো কিছুতেই পূরণীয় হবার নয়।
শোক জানিয়েছেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাবেক সভাপতি আব্দুল আহাদ, সাবেক সাধারন সম্পাদক এএইছএম ফিরোজ আলী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন (গণমুক্তি), নবীন সোহেল (কালবেলা), ভারপ্রাপ্ত সাধারণ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), যুগ্ন-সাধারণ সম্পাদক শুকরান আহমদ রানা (রুপালি বাংলাদেশ), অর্থ সম্পাদক আব্দুস ছালাম (ইনকিলাব), দপ্তর ও প্রচার সম্পাদক মোশাহিদ আলী (বার্তা২৪.কম), সদস্য এমআর টুনু তালুকদার (নাগরিক টিভি), সালেহ আহমদ সাকি (শ্যামল সিলেট), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।
উল্লেখ্য, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক আবুল মোহাম্মদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এদিন রাত ১০টায় নগরীর মাছিমপুর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে। তিনি চার ছেলে, দুই মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন।

















