সংসদ বিলুপ্ত শিগগির অন্তর্বর্তীকালীন সরকার
- আপডেট সময় : ০৮:১৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার হাসিনার দেশত্যাগের পর থেকে অশান্ত পরিবেশে পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন না করে ব্যারাকে চলে যায়। রাস্তায় নেই কোন ট্রাফিক পুলিশও। এমন পরিস্থিতিতে যানবাহন নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ( আইএসপিআর) জানিয়েছে, সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহায়তা করছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের একদিনের মাথায় ভেঙ্গে দেওয়া হয়েছে জাতীয় সংসদ।
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাবুদ্দিনন। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পরই আইন অনুযায়ী ভেঙ্গে যায় মন্ত্রী সভা। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশের দায়িত্বপালন করছে পুলিশ। রাস্তায় নেই ট্রাফিক পুলিশও।
যানবাহন নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে। ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দীর্ঘ ৪ বছর পর মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। কারামুক্ত হয়েছেন দেড় হাজারের বেশি নেতাকর্মী। অনেকটা থমথমে ঢাকায় ব্যবসা-বাণিজ্য খোলেনি। অফিস-আদালতে উপস্থিত কম। চলছে না গণপরিবহন।
যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আসার মতামত দেন সুশিলসমাজের প্রতিনিধিরা। জ¦ালাও-পোড়াও ভাংচুর এবং মালামাল নিয়ে যাবার ব্যাপারে কড়া সতর্ক বাতা দেন রাজনৈতিক ও ছাত্রনেতারা। পরিবেশ শান্ত রাখার পরামশৃ দিয়েছেন তারা। সুনামগঞ্জে সকল মন্দির রক্ষায় পাহারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীতে বেশ কয়েকটি রদবদল হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি বিদেশমন্ত্রকে ন্যস্ত করা হয়েছে। আট বছর পর বন্দীশালা থেকে মুক্ত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান)।
মঙ্গলবার ভোরে তারা নিজ নিজ বাসায় ফেরেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। বাংলাদেশ ছেড়ে যাবার সময় বিমানবন্দরে আটক হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং ডাকা-তার ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার বিকেল নাগাদ আটকে খবর নিশ্চিত করে বিমানবন্দর সূত্র।
অবশ্য শেখ হাসিনার দেশত্যাগের আগে অনেক মন্ত্রী ও শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যান। পলক দিল্লি যেতে বিমান বন্দরে অবস্থানে করার সময় পলক আটক হন। অপর দিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে বিমানবন্দরে আটক করে দেওয়া।
আজও গণভবন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতঅয় সংসদ ভবনে উৎসুক জনতার ভীড় ছিলো। গতকাল সন্ধ্যায় সংসদ ভবনে ব্যাপক ভাংচুর করা হন। এসব স্থানগুলো ঘিরে মঙ্গলবার সেনাবাহিনী কড়া নিরাপত্তা প্রহরায় দেখা গেছে।