ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ভোট ও দোয়া চাইলেন এলাকাবাসীর কাছে

সখিপুর চরভাগায় গণসংযোগে বিএনপি প্রার্থী কিরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ সোমবার দিনব্যাপী চরভাগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, ওয়ার্ডভিত্তিক নির্বাচনী অফিস উদ্বোধন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের কবর জিয়ারত করেন। সকাল থেকে সন্ধা পর্যন্ত টানা ব্যস্ত সূচিতে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও ঘনবসতিপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

দিনব্যাপী এই কার্যক্রমে তার সঙ্গে সখিপুর থানা ও চরভাগা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিরণের আগমনে স্থানীয় জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়-অনেকে ঘর থেকে বের হয়ে তাকে শুভেচ্ছা জানান, কেউ আবার নির্বাচনী দোয়া করেন এবং নিজের দাবি-দাওয়া জানিয়ে দেন। তিনি চরভাগা ইউনিয়নের নতুন বাজারে বিএনপির নির্বাচনী ২টি অফিস উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই অফিসগুলো হবে আমাদের আন্দোলন-নির্বাচনের সমন্বয় কেন্দ্র। জনগণের ভোট পাহারা দিতে, সুষ্ঠু নির্বাচনের দাবি তুলতে এবং উন্নয়নের পরিকল্পনা জানাতে এখান থেকেই আমরা কাজ করব।

গণসংযোগের ফাঁকে তিনি ইউনিয়নের বেশ কয়েকজন মরহুম রাজনৈতিক ব্যক্তিত্বদের কবর জিয়ারত করেন। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক প্রকাশ ও খোঁজ-খবর নেন।

গণসংযোগের প্রতিটি সভা ও সমাবেশে কিরণ ভোটারদের কাছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে অতীতের মতোই এই জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করবো। সখিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমার সর্বোচ্চ উদ্যোগ থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও কৃষিখাতে বড় ধরনের উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার। তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে দীর্ঘদিনের অবহেলিত চরভাগা, সখিপুর ও নড়িয়া অঞ্চলে সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবেন।

গণসংযোগে স্থানীয় তরুণ, নারী ভোটার, কৃষক ও ব্যবসায়ীদের চোখে কিরণের প্রতি আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই তাকে ঘিরে নিজেদের সমস্যার কথা জানান-বিশেষ করে সড়ক উন্নয়ন, চরের নিরাপত্তা, কৃষিঋণ, নদীভাঙন এবং বিদ্যালয়ের সংকট নিয়ে কথা বলেন।স্থানীয়রা বলেন, এলাকার মানুষ কিরণের কাছ থেকে উন্নয়নের আশা করে। তিনি মাঠে থাকলে আমরা আশাবাদী হই।

দিনশেষে ছোট এক পথসভায় কিরণ বলেন, শরীয়তপুর-২ আসনের প্রতিটি মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আপনারা দোয়া ও সমর্থন দিলে এ অঞ্চলকে আধুনিক ও নিরাপদ এলাকায় রূপান্তর করবো।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোট ও দোয়া চাইলেন এলাকাবাসীর কাছে

সখিপুর চরভাগায় গণসংযোগে বিএনপি প্রার্থী কিরণ

আপডেট সময় :

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ সোমবার দিনব্যাপী চরভাগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, ওয়ার্ডভিত্তিক নির্বাচনী অফিস উদ্বোধন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের কবর জিয়ারত করেন। সকাল থেকে সন্ধা পর্যন্ত টানা ব্যস্ত সূচিতে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও ঘনবসতিপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

দিনব্যাপী এই কার্যক্রমে তার সঙ্গে সখিপুর থানা ও চরভাগা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিরণের আগমনে স্থানীয় জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়-অনেকে ঘর থেকে বের হয়ে তাকে শুভেচ্ছা জানান, কেউ আবার নির্বাচনী দোয়া করেন এবং নিজের দাবি-দাওয়া জানিয়ে দেন। তিনি চরভাগা ইউনিয়নের নতুন বাজারে বিএনপির নির্বাচনী ২টি অফিস উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই অফিসগুলো হবে আমাদের আন্দোলন-নির্বাচনের সমন্বয় কেন্দ্র। জনগণের ভোট পাহারা দিতে, সুষ্ঠু নির্বাচনের দাবি তুলতে এবং উন্নয়নের পরিকল্পনা জানাতে এখান থেকেই আমরা কাজ করব।

গণসংযোগের ফাঁকে তিনি ইউনিয়নের বেশ কয়েকজন মরহুম রাজনৈতিক ব্যক্তিত্বদের কবর জিয়ারত করেন। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক প্রকাশ ও খোঁজ-খবর নেন।

গণসংযোগের প্রতিটি সভা ও সমাবেশে কিরণ ভোটারদের কাছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে অতীতের মতোই এই জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করবো। সখিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমার সর্বোচ্চ উদ্যোগ থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও কৃষিখাতে বড় ধরনের উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার। তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে দীর্ঘদিনের অবহেলিত চরভাগা, সখিপুর ও নড়িয়া অঞ্চলে সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবেন।

গণসংযোগে স্থানীয় তরুণ, নারী ভোটার, কৃষক ও ব্যবসায়ীদের চোখে কিরণের প্রতি আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই তাকে ঘিরে নিজেদের সমস্যার কথা জানান-বিশেষ করে সড়ক উন্নয়ন, চরের নিরাপত্তা, কৃষিঋণ, নদীভাঙন এবং বিদ্যালয়ের সংকট নিয়ে কথা বলেন।স্থানীয়রা বলেন, এলাকার মানুষ কিরণের কাছ থেকে উন্নয়নের আশা করে। তিনি মাঠে থাকলে আমরা আশাবাদী হই।

দিনশেষে ছোট এক পথসভায় কিরণ বলেন, শরীয়তপুর-২ আসনের প্রতিটি মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আপনারা দোয়া ও সমর্থন দিলে এ অঞ্চলকে আধুনিক ও নিরাপদ এলাকায় রূপান্তর করবো।