ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সবুজায়ন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি

জাহাঙ্গীর আলম
  • আপডেট সময় : ৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন হাজার বৃক্ষরোপনের মাধ্যমে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমিকে সবুজায়ন করা হচ্ছে । পূবালী ব্যাংক লিএলসির উদ্যোগে গতকাল রোববার দুপুর ১২টার দিকে কারা প্রশিক্ষণ একাডেমির অভ্যন্তরে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপনের উদ্বোধন করেন কারা মহাপরিদর্শক (আইজিপি) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে আইজিপির (প্রিজন) সঙ্গে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীও ছিলেন।
উদ্বোধনকালে কারা মহাপরিদর্শক বলেন, পূবালী ব্যাংক কর্তৃপক্ষ রাজশাহীসহ দেশের অনেকগুলো কারাগারে এই বৃক্ষরোপন কর্মসূচিতে সহায়তা করছে। এই গাছগুলোর মধ্যে ফলজ, বনজ ও ওষুধি গাছ রয়েছে। এর মাধ্যমে বন্দিরা যেমন ছায়া পাবে তেমনি ফল-ফ্রুট থেকে থেকে অন্যান্য সুবিধাও পাবে। সার্বিকভাবে এই বৃক্ষরোপনের মাধ্যমে বন্দিরা সুন্দরভাবে জীবন-যাপন করতে পারবে। পূবালী ব্যাংক এমন উদ্যোগ নেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, আমরা এবছর রাজশাহী কারাগারে ৩ হাজারসহ দেশের বেশ কয়েকটি কারাগারে ১৫হাজার বৃক্ষরোপন করবো। আমাদের টার্গেট হলো পূবালী ব্যাংকের ১১ হাজার জনশক্তি ও প্রায় এক হাজার স্থাপনা রয়েছে। এসব স্থাপনা ও এর আশেপাশে প্রচুর কার্বন নিঃস্বরণ করছি। আমরা গত বছর থেকে শুরু করেছি যে, আগামী ৪-৫ বছরের মধ্যে নেট কার্বন জিরো করতে চাই। তার মানে আরো বেশি অক্সিজেন দিতে চাই। গত বছর ২৮ হাজারের অধিক বৃক্ষরোপন করেছি। এবছর বৃক্ষরোপনের জন্য যতগুলো জায়গা পেয়েছি তাকে ৬০ হাজারেরও বেশি গাছ লাগাতে পারবো।
বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যদের মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান, কারা প্রশিক্ষণ একাডেমির কমান্ড্যান্ট সুব্রত কুমার বালা, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলসুপার নূর মোহাম্মদ মৃধা, জেলার মো. আমান উল্লাহ্ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সবুজায়ন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি

আপডেট সময় :

তিন হাজার বৃক্ষরোপনের মাধ্যমে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমিকে সবুজায়ন করা হচ্ছে । পূবালী ব্যাংক লিএলসির উদ্যোগে গতকাল রোববার দুপুর ১২টার দিকে কারা প্রশিক্ষণ একাডেমির অভ্যন্তরে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপনের উদ্বোধন করেন কারা মহাপরিদর্শক (আইজিপি) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে আইজিপির (প্রিজন) সঙ্গে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীও ছিলেন।
উদ্বোধনকালে কারা মহাপরিদর্শক বলেন, পূবালী ব্যাংক কর্তৃপক্ষ রাজশাহীসহ দেশের অনেকগুলো কারাগারে এই বৃক্ষরোপন কর্মসূচিতে সহায়তা করছে। এই গাছগুলোর মধ্যে ফলজ, বনজ ও ওষুধি গাছ রয়েছে। এর মাধ্যমে বন্দিরা যেমন ছায়া পাবে তেমনি ফল-ফ্রুট থেকে থেকে অন্যান্য সুবিধাও পাবে। সার্বিকভাবে এই বৃক্ষরোপনের মাধ্যমে বন্দিরা সুন্দরভাবে জীবন-যাপন করতে পারবে। পূবালী ব্যাংক এমন উদ্যোগ নেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, আমরা এবছর রাজশাহী কারাগারে ৩ হাজারসহ দেশের বেশ কয়েকটি কারাগারে ১৫হাজার বৃক্ষরোপন করবো। আমাদের টার্গেট হলো পূবালী ব্যাংকের ১১ হাজার জনশক্তি ও প্রায় এক হাজার স্থাপনা রয়েছে। এসব স্থাপনা ও এর আশেপাশে প্রচুর কার্বন নিঃস্বরণ করছি। আমরা গত বছর থেকে শুরু করেছি যে, আগামী ৪-৫ বছরের মধ্যে নেট কার্বন জিরো করতে চাই। তার মানে আরো বেশি অক্সিজেন দিতে চাই। গত বছর ২৮ হাজারের অধিক বৃক্ষরোপন করেছি। এবছর বৃক্ষরোপনের জন্য যতগুলো জায়গা পেয়েছি তাকে ৬০ হাজারেরও বেশি গাছ লাগাতে পারবো।
বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যদের মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান, কারা প্রশিক্ষণ একাডেমির কমান্ড্যান্ট সুব্রত কুমার বালা, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলসুপার নূর মোহাম্মদ মৃধা, জেলার মো. আমান উল্লাহ্ উপস্থিত ছিলেন