সংবাদ শিরোনাম ::
গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন
সভাপতি বদরুল সম্পাদক শাহ আলম
গোলাপগঞ্জ ( সিলেট) প্রতিনিধি
- আপডেট সময় : ১৩০ বার পড়া হয়েছে
সাংবাদিকদের প্রাণের সংগঠন, মফস্বল সাংবাদিকদের সুখে, দুঃখের দেশের সর্ববৃহত ও একমাত্র সরকারি রেজিষ্ট্রেশনকৃত সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) এর গোলাপগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
গতকাল রোববার উপজেলার জিবি টেলিভিশন হলরুমে এক আলোচনা সভার মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক জৈন্তা বার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি মোঃ বদরুল আলম এবং সঞ্চালনা করেন দৈনিক তৃতীয়মাত্রার উপজেলা প্রতিনিধি শাহ আলম।
এসময় নবগঠিত কমিটির সকল সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে গঠিত কমিটি অনুমোদনের জন্য বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হলে, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এক বছরের জন্য কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।

















