সরিষাবাড়ীতে “কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” পেলেন নাজমুল ইসলাম

- আপডেট সময় : ১২৫ বার পড়া হয়েছে
সাহিত্যিক দক্ষতা, সমাজসেবা ও সাংগঠনিক ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” পেলেন সরিষাবাড়ী উপজেলার ৫নং পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নাজমুল ইসলাম (নাজু)।
বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তির পর মোঃ নাজমুল ইসলাম নাজু বলেন, “এ সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের। আমার সাহিত্যকর্ম, সামাজিক সেবা ও রাজনৈতিক কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রাপ্তি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করবে।”
এদিকে পিংনাবাসী বলেন, “নাজমুল ইসলাম (নাজু) একজন নিবেদিতপ্রাণ, সংগঠক ও সমাজকর্মী। তার এই অর্জনে আমরা গর্বিত। এটি আমাদের ইউনিয়নের জন্যও একটি বড় অর্জন।”
পুরস্কারপ্রাপ্ত সার্টিফিকেটে উল্লেখ করা হয়, তার সাহিত্যকর্ম, সামাজিক সেবা ও সাংগঠনিক দক্ষতা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং এই অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল ইসলাম নাজু দীর্ঘ্যদিন ধরে সাহিত্য চর্চা ও সমাজসেবার সঙ্গে যুক্ত আছেন। তিনি তার কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ তার ভবিষ্যৎ কার্যক্রমে আরও সাফল্য কামনা করেন এবং সমাজ পরিবর্তনে তার অব্যাহত ভূমিকার প্রশংসা করেন।