সংবাদ শিরোনাম ::
সরিষাবাড়ীতে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর সরিষাবাড়ী প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১১ বার পড়া হয়েছে
জামালপুরে সরিষাবাড়ীতে পাট উৎপাদনকারী চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও বীজ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং সম্প্রসারণ প্রকল্প’-এর অংশ হিসেবে এই কর্মসূচিতে ৭৫ জন পাটচাষীকে প্রশিক্ষণ ও উপকরণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালাটি উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল এবং সভাপতিত্ব করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিফাদ হোসেন।
এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে ছিলেন- জামালপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আঃ হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। এছাড়াও উপজেলা পাট পরিদর্শক মোহাম্মদ আওরংগযেব আতা, অফিস সহায়ক শাহ-জামাল সহ পাট অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীবৃন্দ সহ উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।