সরিষাবাড়ীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

- আপডেট সময় : ১৯৩ বার পড়া হয়েছে
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- এই শ্লোগান কে ধারণ করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক এর অবসরজনিত বিদায় ও নবাগত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন কে বরণ করা হয়েছে।
গত রবিবার (২২জুন) দুপুরে সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বাংলাদেশ শিক্ষক সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে, মাধ্যমিক শিক্ষক সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপি’র সভাপতি, সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.টি. এম, রুহুল আমিন বেগ, সরিষাবাড়ী কলেজের সহকারি অধ্যাপক মোঃ খায়রুল আলম শ্যামল, ব্যারিস্টার আব্দুস সালাম তালুদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার সাহা সহ উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের স্মৃতিচারণ করে বলেন, তিনি সরিষাবাড়ীতে যোগদান করা পর থেকে তার সততা ও নিষ্ঠায় সকলে মুগ্ধ হয়েছেন। তিনি সকলের সাথে মিলেমিশে উপজেলার শিক্ষা কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছেন। এককথায় তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন, তার অবসরজীবন যেনো ভালোকাটে এই দোয়া রইলো।
তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ছাত্র-ছাত্রীদের সুশিক্ষা দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তিনি বলেন, আজ যারা নতুন প্রজন্ম তারাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার কোনও বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতির চর্চায় মনোনিবেশ করতে হবে। তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে কেউ যেন জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
পরিশেষে বিদায়ী ও বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট এবং নবাগত শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।