সরিষাবাড়ীতে ৫ শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরন
- আপডেট সময় : ২২২ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার পৌরসভার বাউসী স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এসব বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলের সরিষাবাড়ী থানার সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র সরকার।
দোস্ত এইড এর প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, শিক্ষা অফিসার শওকত মিয়া, বাউসী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,স্থানীয় স্বেচ্ছাসেবক প্রতিনিধি রমজান আলী ও আখতারুজ্জামান সোহাগ, সাংবাদিক স্বপন মাহমুদ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিটি ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা—মোট প্রায় ৪৫ কেজি খাদ্যসামগ্রী। এসব খাদ্যসামগ্রী পেয়ে সুবিধাভোগীরা বলেন, এত খাবার এক সাথে পাবো এটা আমরা কল্পনাও করি নাই। আমরা এই সংগঠনের সবার জন্য দোয়া করি।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, প্রতিবন্ধী পুনর্বাসন, দারিদ্র বিমোচন, জরুরি ত্রাণ সহায়তা, কুরবানি, গৃহ ও মসজিদ নির্মাণসহ নানাবিধ মানবিক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংগঠনটি ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ৮০০-রও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে, যার মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হয়েছেন। দোস্ত এইডের কর্মকর্তারা জানান, সংস্থাটি ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে টেকসই উন্নয়ন ও মানবিক সেবা কার্যক্রম অব্যাহত রাখবে।




















